কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার - মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
আপনারা কি কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার বা মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার এবং মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে।
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে।
সূচিপত্রঃ কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার - মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
- কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার
- মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
- মোবাইলে ভাইরাস দূর করার উপায়
- মোবাইল ভাইরাস ক্লিনার
- শেষ কথা
কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার| অটোমেটিক ভাইরাস সফটওয়্যার
কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়া নিজে নিজেই কপি করতে পারে বা নিজের প্রতিরোধ ধারণ করতে পারে। মেটামরফিক ভাইরাসের মত প্রকৃত ভাইরাসটির তারা কপিগুলোকে পরিবর্তিত করতে পারেন কিংবা কপি গুলি নিজে নিজেই পরিবর্তিত হতে থাকে। একটা ভাইরাস একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তখনই যেতে পারে যখন কেবলমাত্র আক্রান্ত কম্পিউটারটাকে স্বাভাবিক কম্পিউটারের কাছে নিয়ে যাওয়া হয়ে থাকে। যেমন কোন ব্যবহারকারী ভাইরাস থাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো যেতে পারে।
আরো পড়ুনঃ কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাবেন
কোন গ্রহণযোগ্য মাধ্যমে যেমন, ইউএসবি ড্রাইভ, সিডি, ফ্লপি ডিস্ক অথবা ইন্টারনেটের মাধ্যমে ও ছড়াইতে পারে। এগুলো ছাড়াও কোন নেটওয়ার্ক ফাইল সিস্টেমকে ভাইরাস সমূহ আক্রান্ত করতে পারেন। যার কারনে অন্যান্য কম্পিউটার যারা এই সিস্টেমটি ব্যবহার করে সেগুলো ও আক্রান্ত হয়ে যেতে পারে। কম্পিউটার ওয়ার্ম ও ট্রোজান হর্সেস কে কখনো কখনো ভারতের সাথে মিলে ফেলা হয়। ট্রোজান হর্স হচ্ছে একটা ফাইল যেটা এক্সিকিউট হবার আগে পর্যন্ত কোন ক্ষতি ছাড়াই থাকে। এ ধরনের ভাষা হাত থেকে রক্ষা করার জন্য কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার প্রয়োজন যা অটোমেটিক ভাইরাস সফটওয়্যার কাজ করবে।
মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার| মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার
আপনি যদি একটা ভালো এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মোবাইল ভালো রাখার জন্য একটা মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার বা মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার অনেক জরুরী একটা জিনিস। কেননা বর্তমান সময়ে এমন অনেক অ্যাপস, ভাইরাস বা ওয়েবসাইট আছে যেগুলো আপনার মোবাইলের ক্ষতি করতে পারে। এছাড়াও অনেক ধরনের adware virus, trojan, malware, spyware, ransomware এবং phishing গুলো আছে যা ইন্টারনেট বা অন্যান্য ডিভাইস থেকে আপনার মোবাইলে চলে আসার সম্ভাবনা আছে।
আর এ ধরনের ভাইরাসগুলো আপনার মোবাইলের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। সেজন্য আমি আপনাদের এ আর্টিকেলের মাধ্যমে কিছু মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার বা এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এর নাম গুলো উল্লেখ করছি যেগুলো আপনার মোবাইল টাকে সুরক্ষিত এবং ভাইরাস মুক্ত রাখতে সহায়তা করবে। নিচে কিছু মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার বা এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এর নাম উল্লেখ করা হলোঃ
- Kaspersky Mobile Antivirus
- Malwarebytes Security
- Norton 360
- McAfee Mobile Security
- AVG Antivirus 2021
- Bitdefender Antivirus Free
- Avast Mobile Security
মোবাইলে ভাইরাস দূর করার উপায়| ভাইরাস ডিলিট করা সফটওয়্যার
আজকের পোস্টটি আমরা আলোচনা করব মোবাইলে ভাইরাস দূর করার উপায় এবং ভাইরাস ডিলিট করা সফটওয়্যার এ সম্পর্কে। আজকাল মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করাটা খুব দরকার হয়ে পড়েছে। ৯০% ভাইরাস আমাদের মোবাইলে ইন্টারনেট থেকে ঢুকে। দিনে আমরাও কত ধরনের ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে কত কিছু মোবাইলে ডাউনলোড করি। সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে কত ধরনের লিংকে ক্লিক করি। আর এর লিংকগুলোতে এবং ডাউনলোড করার জিনিসগুলোতে ভাইরাস ঢুকিয়ে রাখা থাকে। এইসব ভাইরাস থাকার লিংকগুলো তে যখন ক্লিক করি বা ভাইরাস থাকা ফাইলগুলো ডাউনলোড করি তখনই আমাদের ফোনে সেই ভাইরাস গুলো ঢুকে যায়।
আরো পড়ুনঃ কিভাবে মোবাইলের বৈধতা যাচাই করবেন
আমরা সেটা বুঝতেও পারিনা যে আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করেছে। এতে আমাদের মোবাইলে প্রবেশ করা ভাইরাসগুলো আমাদের মোবাইলের ক্ষতি করতে শুরু করে। সেজন্য মোবাইলে ভাইরাস দূর করার উপায় বা মোবাইলের জন্য একটা ভালো ভাইরাস ডিলিট করা সফটওয়্যার ইন্সটল করতে হবে। এতে করে আপনার মোবাইলে ক্ষতিকারক সেই ভাইরাসগুলো কোনমতেই প্রবেশ করতে পারবে না এবং সেই ভাইরাসগুলো যখনই মোবাইলে ঢুকতে যাবে তখনই আপনার ভাইরাস ডিলিট করা সফটওয়্যার টি আপনাকে জানিয়ে দিবে। এতে করে আপনি আপনার মোবাইলে ঢুকতে বাধা দিতে পারবেন এবং সেগুলোর ডিলিট করতে পারবেন।
মোবাইল ভাইরাস ক্লিনার| মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার এমনিতেই অনেক রয়েছে যেগুলো কে ব্যবহার করলে কম্পিউটার এবং মোবাইলকে নিরাপদ এবং ফাস্ট রাখা সম্ভব হবে। কিন্তু তারপরেও অনেক সময় নানান কারণে আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করে ফেলেন। সেজন্য বিভিন্ন মোবাইল ভাইরাস ক্লিনার বা মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করে আপনার মোবাইলকে ভাইরাস মুক্ত করতে পারেন। আজকাল যেকোনো কাজ বা ইন্টারনেটের অনলাইন কিছু সার্চ করা হোক সবকিছুই আমরা আমাদের নিজেদের এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভালো করতে পারি।
কিন্তু ভিডিও দেখা, ইন্টারনেটে কাজ করা কিংবা যেকোনো অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করলেই অনেক সময় আমাদের মোবাইলে বিভিন্ন রকমের ভাইরাস ঢুকে যেতে পারে। এরকম অনেক ভাইরাস আছে যা ইন্টারনেটের মাধ্যমে আপনার মোবাইলে ঢুকে আপনার মোবাইলের বিভিন্ন রকম ক্ষতি করে থাকে। এর ফলে আপনার মোবাইল অনেক সময় স্লো হয়ে যায়, মোবাইলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হয় এবং আপনার মোবাইল থেকে পার্সোনাল ডিটেলস চুরি হয়ে যেতে পারে। আপনার মোবাইলে ভাইরাস থাকাটা আপনার এবং আপনার স্মার্টফোনের আরও অনেক রকমের ক্ষতি করতে থাকে।
তাই আজকে আমি আপনাদের মোবাইল ভাইরাস ক্লিনার বা মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার এর ৭টা নাম বলবো যা আপনার মোবাইলকে ভাইরাস মুক্ত রাখবে। নামগুলো হলোঃ
- AVG Antivirus 2023 For Android Security
- Kaspersky Security & VPA
- Avast Antivirus & Security
- McAfee Security: Antivirus VPA
- Avira Security Antivirus & VPN
- Quick Heal Mobile Security
- Bitdefender Antivirus
শেষ কথাঃকম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার - মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার ও মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Freelancer Sharif Policy Accept and comment. Every comment is reviewed.
comment url