কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন। How to youtube channel boost.

 আপনারা কি কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য। আজকাল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে। ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন।

How to youtube channel boost.
তাহলে চলুন দেরি না করে, কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন বা ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন।

সূচিপত্রঃ কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন

কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন

বর্তমান সময়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে সেখানে থেকে টাকা ইনকাম করা কিন্তু ব্যাপক লাভজনক একটা ডিজিটাল বিজনেস হিসেবে প্রমাণিত হয়েছে। মানুষ প্রতিমাসে এখন ইউটিউব এর মাধ্যমে কমপক্ষে ৩০ থেকে ৫০ হাজার টাকার মত ইনকাম করছেন। আবার হাজার হাজার ইউটিউব রা কিছু কিছু ক্ষেত্রে মাসে লাখ লাখ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছেন। তাই আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন।

ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন। প্রথম অবস্থাতে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল যখন নতুন থাকবে সে সময় আপনি কোন ভাবেই আপনার চ্যানেলের ভিডিও গুলোতে ভিউজ পাবেন না। সেজন্য নিজের ইউটিউব এর ভিডিও গুলোতে ভিউজ নিয়ে আসার জন্য ও চ্যানেলটাকে জনপ্রিয় করবার জন্য কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে আপনার জেনে রাখা দরকার। কেননা, ইউটিউব চ্যানেল বুস্ট করা বা প্রমোট করা মানেই আপনার চ্যানেলটির মার্কেটিং করা।

আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার নিজের তৈরি কৃত ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু এক একটা ডিজিটাল প্রোডাক্ট। আর এই বর্তমান সময়ে প্রত্যেকটা ডিজিটাল প্রোডাক্টের মার্কেটিং বা প্রমোশন করানোটা অনেক জরুরী। একটা পুরাতন কিংবা নতুন যে কোন ইউটিউব চ্যানেলের কিংবা তার মধ্যে যে সকল ভিডিও রয়েছে সেগুলো বিভিন্ন মাধ্যমে প্রমোট বা বুস্ট করে বর্তমান বাজারে জনপ্রিয় করা সম্ভব। আপনার ভিডিও গুলো ও চ্যানেল বুস্ট করার মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার পাবার সম্ভাবনা বাড়ে।

ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন

ইউটিউব চ্যানেল বুস্ট করে নিজের চ্যানেলটির সাবস্ক্রাইব বাড়ানো ও জনপ্রিয় করে তোলার নিয়ম গুলো জেনে রাখতে হবে। চলুন নিচে ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন।

Choose Google SEO friendly keywords

আমরা সকলেই জানি যে, গুগল সার্চ থেকে বর্তমানে আমরা আমাদের ইউটিউব ভিডিওগুলোতে অনেক ভিউজ বা ট্রাফিক পাই। আর আনলিমিটেড ভিডিও ভিউজ পাওয়াটা গুগল সার্চ ইঞ্জিন এর মাধ্যমে সম্ভব। কারণ, যে কোন বিষয়ে গুগল সার্চে সবচাইতে অধিক সার্চ করা হয়ে থাকে। সেজন্য গুগল সার্চের মাধ্যমে নিজের চ্যানেলের ভিডিওগুলোকে প্রমোট করাটা অত্যন্ত লাভজনক একটা প্রক্রিয়া।
কিন্তু মনে রাখতে হবে যে, Google search engine সম্পূর্ণভাবে তার Search result page এ SEO friendly content এর ওপর নজর দিয়ে ইউটিউব ভিডিও গুলোকে rank করে রাখে। সেজন্য আপনার নিজের ভিডিও গুলো কে যখনই ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করবেন, তখনই ভিডিওর মূল keyword গুলোকে ভিডিওর কিছু বিশেষ বিশেষ জায়গাতে ব্যবহার করবেন।

Create attractive video title

ভিডিওর উপস্থাপনার ওপরে কিন্তু YouTube promotion এর সব টুকুই নির্ভর করে। সেজন্য আপনার ভিডিওটাকে আপনি কতটুকু মজাদার ও আকর্ষণীয় বানিয়ে দেখাতে পারছেন সেটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়। তবে নিজের ভিডিও গুলোকে মজাদার ও আকর্ষণীয় ভাবে উপস্থাপনা করবার সেরা একটা উপায় আছে। সেটা হচ্ছে video title এর আকর্ষণীয় ব্যবহার। ভেবে দেখুন, আপনি যখন ইউটিউব ওপেন করেন, তখন সামনে থাকা আবেদনকারীর আকর্ষণীয় ভিডিও টাইটেল গুলো দেখে কিন্তু যে কোন ভিডিও আপনারা দেখে থাকেন।

আমাদের ভিডিও গুলোকে ইউটিউব নিজে থেকেই তার Suggested video এর section মধ্যে দেখা দেয়। সেজন্য আপনার video title টি যদি appealing এবং attractive থাকে তাহলে YouTube suggested videos section থেকে আপনার নিজের ভিডিও ও চ্যানেল গুলোতে প্রচুর পরিমাণে views পাবার সম্ভাবনা থাকে। 
YouTube এর টাইটেল নিয়ে এই বিষয় গুলো মনে রাখতে হবে- 
  • সম্পূর্ণ ভিডিওর বিষয়টা Title এর মাধ্যমে বোঝাতে হবে।
  • ভিডিও টাইটেল যেন আপনার ছোট থাকে।
  • ভিডিও টাইটেলে tips, secret tips, why, সেরা, best, tutorial, আমার পরামর্শ, কিভাবে, top ইত্যাদি এ ধরনের শব্দ ব্যবহার করতে হবে।
  • ভিডিও টাইটেল এ শুধুমাত্র একটা targeted keyword ব্যবহার করতে হবে।
  • আপনার টাইটেল পড়ে যেন viewers দের মনে নতুন কোন কিছু জানার ভাব সৃষ্টি হয়।

Create attractive thumbnail

নিজের ভিডিও গুলোতে যদি আমরা আকর্ষণীয় thumbnail এর ব্যবহার করি, তাহলে YouTube suggested videos এবং ইউটিউব সার্চ রেজাল্টের কাছ থেকে views পাবার সুযোগ রয়েছে। কারণ যে কোন ভিডিওর thumbnail ইমেজ দেখে আমরা সবাই বেশিরভাগ সেই ভিডিওটা দেখার জন্য উৎসাহিত হই। আর সেজন্যই এরকম একটা appealing এবং attractive thumbnail তৈরি করবার কৌশলটা আপনাদের শিখে রাখা লাভজনক বলে প্রমাণিত হতে পারে।

Find what is trending

কোন বিষয়গুলো বর্তমান সময়ে মানুষ জন ইন্টারনেটে অধিক পরিমাণে খুজে থাকে সেই বিষয়গুলো খুঁজুন। মনে রাখুন, একবার যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে একদিনের মধ্যে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং ভিডিও ভিউজ পাবেন। তবে কোন বিষয় বা টপিকগুলো বর্তমানে ট্রেন্ডিং (trending), আপনার সেই বিষয় গুলো অবশ্যই অল্প রিসার্চ করতে হবে।

google trend এর ব্যবহার করে আপনি ট্রেন্ডিং টপিক গুলো খুঁজতে পারেন। Trending topic গুলো নিয়ে বর্তমানে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো নিজে নিজেই মানুষের মধ্যে promote এবং share হতে থাকবে। এছাড়াও google search এবং YouTube থেকে সেই ভিডিও গুলোতে views আসতে থাকে।

Promote videos on blog

যদি আপনার একটা ব্লগ থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটর আসে, তাহলে আপনি আপনার নিজের ব্লগে আপনার ইউটিউব চ্যানেলের লিংক বা ভিডিও পাবলিশ করতে পারেন। গুগল থেকে আর্টিকেল এর মাধ্যমে বর্তমান সময়ে একটা ব্লগে ট্রাফিক পাওয়া সহজেই সম্ভব। সেজন্য একটা নিজের ব্লগ সাইট তৈরি করে নিন। নিজের বানানো ভিডিও গুলোর সাথে জড়িত টপিক বা সাবজেক্ট গুলো ব্লগের মধ্যে নিয়ে আর্টিকেল লিখে ফেলুন। এবং নিজের ইউটিউবের ভিডিও গুলো কে আর্টিকেলের সাথে সংযুক্ত করুন। এভাবেই আপনি আপনার youtube এর ভিজিটর বাড়াতে পারেন।

Promote videos on website

আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে ভালো পরিমাণের ভিজিটর বা ট্রাফিক আসে তাহলে আপনার ইউটিউব এর ভিডিও বা চ্যানেলকে সেই ওয়েবসাইটের সাথে এডজাস্ট করে দিন। দেখবেন আপনার ওয়েবসাইটের গুগল সার্চের মাধ্যমে আসা ভিজিটর গুলো আপনার ইউটিউব এর ভিডিও গুলোতে সোজা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। এভাবে youtube চ্যানেল বুস্ট করে অনেক লাভজনক হতে পারবেন।

Promote videos on social media

আমাদের মধ্যে প্রায় অনেকেই ইউটিউবে একটা সেরা ভিডিও তৈরি করে আপলোড করার পরেই ভাবে যে তার কাজ শেষ। কিন্তু মনে রাখতে হবে যে, নিজের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করার পর শুরু হয় আসল কাজ। কারণ, আপনার চ্যানেল যখন নতুন তখন আপনার আপলোড করা ভিডিও টার বিষয়ে ও কেউ জানতে পারবে না। কেননা, আপনার চ্যানেল নতুন হাওয়ার কারণে সেরকম কোন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নেই।

সেজন্য আমাদের নতুন ভিডিও গুলো পাবলিশ করা হলে আমরা সেই ভিডিও গুলাকে মানুষের কাছে প্রমোট করবার জন্য বিভিন্ন social media platform গুলোর ব্যবহার করতে পারি। আপনার যদি একটা ফেসবুক টুইটার কিংবা instagram page বা প্রোফাইল থাকে তাহলে সেখানে যদি ফলোয়ার ভালো থাকে তাহলে খুব সহজেই আপনার youtube এর ভিডিও গুলোকে এখানে শেয়ার করে ফ্যান ফলোয়ার বাড়াতে পারেন।

Promotet YouTube channel Quora

Quora হচ্ছে website, blog, YouTube ভিডিও বা YouTube channel প্রমোট করবার একটা দারুন মাধ্যম। আসলে Quora হচ্ছে একটা প্রশ্ন উত্তর ওয়েবসাইট। যেখানে লক্ষ লক্ষ ভিজিটর প্রতিদিন আসে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। প্রশ্ন করবার সাথে সাথে, হাজার হাজার মানুষ প্রত্যেকদিন এই ওয়েবসাইটে এসে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলো দেয়। সে ক্ষেত্রে Quora এর মাধ্যমে আপনি নিজে ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো আপলোড করে প্রচার করতে পারবেন।

Promote with email marketing

আপনি যদি নিজের ইউটিউব ভিডিও প্রমোট করতে চান সেক্ষেত্রে ইমেইল মার্কেটিং কিন্তু একটা সাংঘাতিক ভালো মাধ্যম। এই প্রক্রিয়াতে যেকোনো একটা ভিডিও আমরা একসাথে ইমেইলের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে পাঠিয়ে দিয়ে থাকি। যার ফলে আপনার একটা ভিডিও একবারে ইমেইলের ইনবক্সে হাজার হাজার লোকের কাছে চলে যায়।

এভাবেই আপনি কিছু সময়ের মধ্যেই ইউটিউব চ্যানেলের বা ভিডিওর প্রচার করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে YouTube video promotion করবার জন্য আপনার কাছে অবশ্যই হাজার হাজার লোকের ইমেইল আইডির লিস্ট থাকা লাগবে। এক্ষেত্রে আপনি আস্তে আস্তে ইমেইল আইডি সংগ্রহ করে ডাটাবেজে একটা লিস্ট তৈরি করে নিতে পারেন।

YouTube paid advertising

আপনি যদি আপনার youtube চ্যানেলটির প্রমোট ও প্রচার তাড়াতাড়ি করতে চান, তাহলে আপনাকে YouTube paid promotion এর সাহায্য নিতে হবে। পেইড প্রমোশন কিংবা পেইড অ্যাড এর মাধ্যমে ইউটিউবে আমরা কিছু টাকা দেয়া এবং সেই টাকার বিপরীতে নিজেদের ভিডিওগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে অন্যান্য লোকদের দেখাতে পারি।

মানে আপনি যদি YouTube ads বা paid promotion এর মাধ্যমে নিজের ইউটিউব ভিডিওগুলো কে বুস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিও গুলা ইউটিউব এর অন্যান্য ভিডিওগুলো তে বিজ্ঞাপনের মাধ্যমে দেখানো হয়। আর প্রতিটা ভিডিও ভিউ এর পরিবর্তে আপনার YouTube ads এর account থেকে কিছু টাকা কেটে নিবে।

শেষ কথাঃ কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন

কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন বা ইউটিউব চ্যানেল বুস্ট করার ১০টি টিপস ও ট্রিক্স সম্পর্কে জানুন। কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন। কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।

আজ আর নয়, কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করবেন সে সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No one has commented on this post yet
Click here to comment

Freelancer Sharif Policy Accept and comment. Every comment is reviewed.

comment url