VPN কেন ব্যবহার করা হয় - গেমারদের জন্য সেরা VPN কোনটি। Why Use VPN - Which is the Best VPN for Gamers?
VPN কেন ব্যবহার করা হয় এবং গেমারদের জন্য সেরা VPN কোনটি তা আজকের আর্টিকেলে জানতে পারবেন। অনেকে রয়েছেন যারা জানতে চান VPN কেন ব্যবহার করা হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক VPN কেন ব্যবহার করা হয় এবং VPN সম্পর্কে আরো কিছু বিষয়।
VPN কেন ব্যবহার করা হয়, গেমারদের জন্য সেরা VPN কোনটি? ভিপিএন কি নিরাপদ গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন এর নাম এবং ভিপিএন ব্যবহারের নিয়ম কি? এই সকল বিষয়ে জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পযর্ন্ত পড়তে থাকুন।
পেজ সূচিপত্রঃ VPN কেন ব্যবহার করা হয় - গেমারদের জন্য সেরা VPN কোনটি
- VPN কেন ব্যবহার করা হয়
- গেমারদের জন্য সেরা VPN কোনটি
- ভিপিএন কি নিরাপদ
- গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন
- ভিপিএন ব্যবহারের নিয়ম
- শেষ কথা
VPN কেন ব্যবহার করা হয়
VPN এর পুনরূপ হল Virtual Private Network. অনেকেই জানেন না যে VPN কেন ব্যবহার করা হয়? VPN ব্যবহার করার মাধ্যমে অনেক রকম সুবিধা পাওয়া যায়। আপনি হয়তো কিছুটা হলেও জেনে থাকবেন তাই এখন আপনাদের বলব VPN কেন ব্যবহার করা হয়? আমাদের কি কি উপকারে আসে ভিপিএন এ সকল বিষয় জেনে নিন।
১। আমরা যখন কোন সার্ভারে ঢুকে ইন্টারনেট ব্যবহার করি এবং সেই সার্ভার আমাদের তথ্য পেয়ে থাকে কিন্তু এ তথ্যগুলো নিরাপদে রাখার জন্য ভিপিএন ব্যবহার করা হয। ভিপিএন ব্যবহার করলে এই তথ্য এবং ডাটা সুরক্ষিত থাকে এবং এতে করে হ্যাকারদের কবর থেকে সুরক্ষিত থাকা যায়।
২। VPN কেন ব্যবহার করা হয়? ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক ব্লক ওয়েবসাইটে ঢুকতে পারি। যেমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো বাংলাদেশের মানুষের জন্য ব্লক করা থাকে আর সেগুলোতে বাংলাদেশের মানুষ ঢুকতে পারে না কিন্তু যদি আপনি ভিপিএন কানেক্ট করেন তাহলে আপনি সেই সকল ওয়েবসাইটে ঢুকতে পারবেন।
৩। ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার আইপি এড্রেস চেঞ্জ করে অন্য একটি আইপি অ্যাড্রেস তৈরি করে খুব সুন্দর ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর তখন আপনারা আইপি এড্রেস কেউ জানতে পারবে না।
৪। আবার অনেকের ইন্টারনেট রয়েছে কিন্তু ইন্টারনেট স্পিড ভালো নয়। তাই আপনি যদি তখন ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার ইন্টারনেট স্পিড অনেক বেশি হবে। তবে আপনি যদি ফ্রি ভিপিএন চালান তাহলে তেমন ভালো না হতেও পারে। কিন্তু আপনি যদি প্রিমিয়াম ভিপিএন চালান তাহলে অনেক ভালো স্পিড পাবেন।
এগুলো কারণে মূলত ভিপিএন ব্যবহার করা হয়। কিন্তু অনেক ধরনের ভিপিএন আছে সবগুলো ভিপিএন হয়তো নিরাপদ নয় তাই আপনাকে ভালো গুলো ব্যবহার করতে হবে। তাই আপনাদের এখন নিচের অংশে জানাবো গেমারদের জন্য সেরা VPN কোনটি?
গেমারদের জন্য সেরা VPN কোনটি
VPN কেন ব্যবহার করা হয়? তা তো আপনারা জানতে পারলেন কিন্তু আপনারা যারা গেম খেলেন তাদের জানা প্রয়োজন গেমারদের জন্য সেরা VPN কোনট? কারণ আপনি যদি সেরা ভিপিএন দিয়ে গেম খেলতে পারেন তাহলে এতে করে অনেক ভালো সার্ভিস পাবেন। আর সকল ভিপিএন হয়তো আমাদের জন্য সুবিধা নয় বা সুরক্ষিত নয়। তাহলে চলুন জেনে নেয়া যাক গেমারদের জন্য সেরা VPN কোনটি?
যারা গেম খেলেন তারা বিভিন্ন রকম ভিপিএন খুজে থাকেন কিন্তু গেমারদের জন্য সেরা ভিপিএন হল Express VPN. যারা গেম খেলেন তাদের জন্য এই ভিপিএনটি অনেক জনপ্রিয় এবং অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। এই ভি পি এন টি ৯৪ টি দেশের মধ্যে এবং ১৬০টি সার্ভারের সাথে অবস্থান রয়েছে বা অবস্থান করে এবং এই ভিপিএন এর স্পিড অনেক ভালো যা গেম খেলার জন্য একদম পারফেক্ট।তাই যারা জানতে চান গেমারদের জন্য সেরা VPN কোনটি তাদের বলতে চাই Express VPN সবচেয়ে সেরা। তবে এই ভিপিএনটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আশা করছি জানতে পারলেন গেমারদের জন্য সেরা VPN কোনটি?
ভিপিএন কি নিরাপদ
ভিপিএন কি নিরাপদ এটা নিয়ে অনেকের ভেতর আশংকা থাকে। আসলে আমাদের প্রত্যেকটা মোবাইলের এবং ইন্টারনেট ব্যবহারকারীর ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস হয়ে থাকে। আর সেটি ভিপিএন ব্যবহার করার মাধ্যমে গোপনীয় রাখা হয়। এবং আমরা যখন VPN ব্যবহার করে ইন্টারনেট চালাই তখন আমাদের আইপি এড্রেস ইন্ক্রিপ্ট অবস্থায় থেকে যাই সেজন্য আইপি এড্রেস কেউ জানতে পারে না। তাই বলা যায় ভিপিএন আমাদের জন্য ব্যবহার করা নিরাপদ।
তবে অনেক ধরনের ভিপিএন রয়েছে কিন্তু সবগুলো ভিপিএন হয়তো একই সিস্টেমে বানানো হয় না এজন্য সবগুলো ভিপিএন হয়তো নিরাপদ নয়। তবে আপনি যেগুলো ভিপিএন টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন সেগুলো ভিপিএন অনেকেই নিরাপদ হয়ে থাকে। সেজন্য ভিপিএন ব্যবহার করতে চাইলে পেইড ভিপিএন ব্যবহার করুন এতে করে কোন রকমের ভয় থাকবে না এবং আপনি এতে করে ভালো সার্ভিস পাবেন।
গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন
যারা গেম খেলেন তাদের জন্য প্রয়োজন ভালো ভিপিএন কারন আপনি যখন গেমে ঢুকবেন তখন ভিপিএন যদি সমস্যা করে তাহলে গেম খেলা যায় না। এজন্য আপনাদের উপরের অংশে বলে দিয়েছি গেমারদের জন্য সেরা VPN কোনটি কিন্তু এখন আপনাদের এই অংশে জানাবো গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন এর নাম তাহলে চলুন জানা যাক গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন এর নাম গুলো।
১। Express VPN - গেমারদের জন্য সবচেয়ে সেরা ভিপিএন এর মধ্যে এ ভিপিএনটি এক নম্বরে রয়েছে। সকল ধরনের নিরাপত্তা এবং ইন্টারনেট স্পিড এর জন্য এই ভিপিএনটি সেরা।
২। Nord VPN - যারা গেম খেলেন তাদের জন্য সেরা দশটি ভিপিএন এর মধ্যে এই ভিপিএন টাও অনেক ভালো। তাই যারা ভিপিএন ব্যবহার করে গেম খেলতে চান তারা এ ভিপিএনটি ব্যবহার করতে পারেন।
৩। Surfshark VPN - এটিও একটি সেরা ভিপিএন সকল ধরনের নিরাপত্তা এবং ভালো ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য এ ভিপিএনটি ব্যবহার করতে পারেন।
৪। Proton VPN - এ ভিপিএন টি গেমিং এর জন্য অনেক সেভ একটি ভিপিএন এবং এটি একটি প্রটেক্টেবল ভি পি এন। তাই আপনি চাইলে নির্দ্বিধায় এই ভিপিএন টি ব্যবহার করতে পারেন। তবে এই ভিপিএনটি কিনে ব্যবহার করতে হয় আর আপনি যদি কিনে ব্যবহার করেন তাহলে অনেক ভাল সার্ভিস পাবেন। তাদের কাস্টমার সার্ভিস ৭/২৪ থাকে।
৫। Cyber Ghost VPN - গেমারদের জন্য সেরা VPN কোনটি যদি জানতে চান তাহলে বলব এটি অনেক ভালো একটি ভিপিএন। যারা গেমার রয়েছেন তারা যদি এই ভিপিএনটি ব্যবহার করে গেম খেলেন তাহলে এতে করে তাদের গেমিং আইডির কোন রকমের ক্ষতি হবে না সকল নিরাপত্তা নিশ্চিত করে এই ভিপিএনটি।
৬। Turbo VPN - এ ভিপিএনটি অনেক ভালো একটি ভিপিএন এই ভিপিএন আপনি কানেক্ট করে মোবাইল অথবা পিসিতে সুন্দরভাবে খেলতে পারবেন। আর এই vpn সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তাই এ ভিপিএন টি ব্যবহার করতে পারেন গেম খেলা বা বিভিন্ন কাজের জন্য।
৭। Pia VPN - পিআইএ ভিপিএন এর পূর্ণ নাম হলো প্রাইভেট ইন্টারনেট এক্সেস। এই ভিপিএনটি গেম খেলার জন্য অনেক নিরাপদ এবং ভালো একটি ভিপিএন। এই vpn টি কিনে ব্যবহার করতে হয় সেজন্য সকল ধরনের কাস্টমার সার্ভিস দ্বারা ভালোভাবে দিয়ে থাকে।
৮। Super VPN - গেমারদের জন্য সেরা VPN কোনটি যদি জানতে চান তাহলে বলবো এই ভিপিএনটি অনেক ভালো একটি ভিপিএন আপনি আপনার মোবাইলে কানেক্ট করে খুব সহজেই গেম খেলতে পারবেন এবং এই ভি পি এন টি মোবাইলের জন্য একদম পারফেক্ট। তাই গেম খেলার জন্য চাইলে Super VPN ব্যবহার করতে পারেন।
৯। 1.1.1.1.VPN - গেম খেলার জন্য এই ভিপিএনটি অনেক জনপ্রিয় একটি ভিপিএন। এ ভিপিএন ব্যবহার করে অনেকে গেম খেলে থাকেন। আপনি যদি এই ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার গেমিং আইডিতে কোন রকমের সমস্যা হবে না। তাই চাইলে এই ভি পি এন টি ব্যবহার করতে পারেন।
১০। Proton VPN - গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন এর মধ্যে এটি একটি অন্যতম VPN. এই ভি পি এন টি ব্যবহার করে আপনি খুব সুন্দর ভাবে গেম খেলতে পারবেন এবং গেমিং আইডির জন্য এটি একটি ভালো নিরাপত্তা দিয়ে থাকে।
ভিপিএন ব্যবহারের নিয়ম
ভিপিএন ব্যবহারের নিয়ম হল প্রথমে আপনাকে প্লেস্টোর থেকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে ভিপিএন এপ্স এর মধ্যে প্রবেশ করতে হবে। এবং ওইখানে প্রবেশ করার পরে বিভিন্ন দেশের সার্ভার দেখিয়ে থাকে আপনি যেই দেশের সার্ভার ব্যবহার করতে চাচ্ছেন সেই দেশের সার্ভার সিলেক্ট করবেন এবং তারপরে কানেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে এটা হল মোবাইলের জন্য।
কিন্তু আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে ভিপিএন ব্যবহার করতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন VPN লিখে এবং অনেক ভিপিএন রয়েছে যেগুলো ক্রোম এক্সটেনশন রয়েছে আপনি সেই এক্সটেনশন গুলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সেটিং করে নিবেন তারপরে অন্য দেশের সার্ভার সিলেক্ট করে খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা খুব ভালোভাবে জানতে পারলেন VPN কেন ব্যবহার করা হয় এবং ভিপিএন সম্পর্কে অনেক কিছু বিষয়।
VPN কেন ব্যবহার করা হয় - গেমারদের জন্য সেরা VPN কোনটিঃ শেষ কথা
বন্ধুরা আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারলেন VPN কেন ব্যবহার করা হয়, গেমারদের জন্য সেরা VPN কোনটি? ভিপিএন কি নিরাপদ গেমারদের জন্য সেরা ১০ টি ভিপিএন এর নাম এবং ভিপিএন ব্যবহারের নিয়ম কি? এই সকল বিষয়ে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো তথ্য মূলক আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন ধন্যবাদ।
Freelancer Sharif Policy Accept and comment. Every comment is reviewed.
comment url